যারা সত্য কথা বলে তারা প্লাটফর্ম পেলেই বলে, যারা অন্যের মাথায় তেল দেয়, তারা মাথা পেলেই দেয়, যারা তর্কে বিতর্কে জড়িয়ে পড়ে, তারা অন্যায় অবিচার দেখলেই ঝাপিয়ে পরে, যারা অন্যায়ের প্রতিবাদ করে অভ্যস্ত তারা স্বৈরাচারীর গুলিকে তোয়াক্কা না করেই প্রতিবাদের ঝড় তোলে, আমি তাই এবং সত্য কথা বলি; তাতে যদি কারো মনোকষ্টের ব্যাপের হয়; আমার কিছুই করার নেই; আমি শেখ মুজিবের আদর্শ সৈনিক তাই সত্য কথা বলি; কারন আমি মুসলিম এবং মনে প্রাণে ১০০% বাঙ্গালী।